কুষ্টিয়া-৪ আসনে আব্দুর রউফের মনোনয়নপত্র বৈধ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ
কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। তিনি কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
এ আসনে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ। আব্দুর রউফ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ক্রেডিট কার্ডে কিছু ঋণ থাকায় গত ৪ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা। এরপর তিনি ওই ঋণ পরিশোধ করে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। আব্দুর রউফ বলেন আমার কোন ঋণ নেই। ক্রেডিট কার্ডের ওই সামান্য ঋণ আমার অজানা ছিল।
কাঞ্চন/ফয়সাল