ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ডুবে যাওয়া ফেরিতে লাগানো হয়েছে ‘ওয়্যার রোপ’, সরানো হচ্ছে মাটি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:১৩, ২২ জানুয়ারি ২০২৪
ডুবে যাওয়া ফেরিতে লাগানো হয়েছে ‘ওয়্যার রোপ’, সরানো হচ্ছে মাটি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে দুটি ‘ওয়্যার রোপ’ লাগিয়েছেন ডুবুরিরা। সোমবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে নৌবাহিনীর ডুবুরি কর্মকর্তা শাহ পরান ইমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ডুবুরি দল ফেরিটিতে দুটি ওয়্যার রোপ লাগিয়েছেন। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ক্রেন দিয়ে ফেরিটিকে তোলার চেষ্টা করবে।

শাহ পরান আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী আপাতত ফেরি থেকে পলি মাটি সরানোর কাজ চলছে। মাটি সরানো হলে ফেরির ওজন কিছুটা কমবে। এছাড়া, ডুবে যাওয়া ফেরির নিখোঁজ সহকারী মাস্টারের খোঁজে ডুবুরিরা সর্বাত্মকভাবে কাজ করছেন।

আরো পড়ুন:

উল্লেখ্য, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে নোঙর করা অবস্থায় ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী মাস্টার। উদ্ধার করা হয়েছে কিছু ট্রাক।

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়