ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭৬১টি গাড়ি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:১৫, ২৩ জানুয়ারি ২০২৪
৭৬১টি গাড়ি নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বিভিন্ন ব্র্যান্ডের ৭৬১টি জাপানি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মালয়েশিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালয়েশিয়া স্টার’। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে।

এর আগে, গত (১৬ নভেম্বর) সিঙ্গাপুর বন্দর থেকে ১ হাজার ১৮০টি জাপানি গাড়ি নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। চট্টগ্রাম বন্দরে ৪১৯টি গাড়ি খালাস করে বাকি গাড়ি নিয়ে মোংলায় এসেছে জাহাজটি। জাহাজে থাকা গাড়ির মধ্যে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকোয়া, নোয়া, মিনিবাস ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের রিকন্ডিশন গাড়ি রয়েছে।

আরো পড়ুন:

জাহাজটির পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, গাড়িগুলো প্রথমে জাপানের নাগোয়া, ইউকোহামা ও ওসাকা বন্দর থেকে এনে সিঙ্গাপুরে রাখা হয়। এসব গাড়ি পরে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি মালশিয়ান স্টার’-এ করে বাংলাদেশে আনা হয়েছে। খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। গাড়িগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমদানিকারকরা ছাড়িয়ে নেবেন।

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়