ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবককে কোপালো দুর্বৃত্তরা 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪  
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবককে কোপালো দুর্বৃত্তরা 

আসিকুজ্জামান শুভ

কুষ্টিয়ায় মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে আসিকুজ্জামান শুভ (৩৩) নামে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা রাজ্জাক মোড়ে তাকে কোপানো হয়। শুভ একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটনের দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বকে কেন্দ্র করে কয়েক দফায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। পাল্টাপাল্টি মামলায় আসামি করা হয়েছে দুই পক্ষের সমর্থকদের।

আরো পড়ুন:

হামলায় আহত আসিকুজ্জামান শুভ জানান, একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে একাই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাজ্জাক মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেয়া চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার লোকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে ১৫-২০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, আহত যুবকের হাত ও পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাছাড়া শরীরেও আঘাতের চিহৃ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

একপক্ষের নেতৃত্ব দেয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটন জানান, এই হামলার নেতৃত্ব দিয়েছে ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা ও সন্ত্রাসী লাট্টু। তারাই এলাকায় অশান্তি সৃষ্টি করছে।

অভিযোগ অস্বীকার করে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা বলেন, হামলার সঙ্গে তার কোনো কর্মী-সমর্থক জড়িত নন। 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়