ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ঝালকাঠিতে দুর্বৃত্তদের আগুনে দেড় শতাধিক মুরগি নিধন

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২ মার্চ ২০২৪  
ঝালকাঠিতে দুর্বৃত্তদের আগুনে দেড় শতাধিক মুরগি নিধন

ঝালকাঠির নলছিটি উপজেলায় দেড় শতাধিক মুরগিসহ একটি খামার আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার গৌরিপাশা এলাকার মল্লিক বাড়ির শিমুল মল্লিকের খামারে আগুন দেয়া হয়। শিমুল মল্লিক ওই গ্রামের মোখলেস মল্লিকের ছেলে। 

ক্ষতিগ্রস্ত শিমুলের বাবা মোখলেস মল্লিক জানান, গভীর রাতে বিকট শব্দ শুনে বাইরে নেমে দেখেন, তাদের মুরগির খামার আগুনে পুড়ছে। তিনি ডাক চিৎকার দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে খামারটি পুড়ে যায়। খামারে থাকা ১০ কাঠা জমির ধান, ছোট-বড় দেড় শতাধিক দেশি মুরগি পুড়ে যায়।

তিনি বলেন, হারুন মল্লিকের ছেলে জাকিরের সঙ্গে খামার নিয়ে দ্বন্দ্ব ছিল।। এ নিয়ে জাকির হুমকি দেয়। আর গভীর রাতে তিনি আগুন জ্বালিয়ে দেয়।

অভিযুক্ত জাকির মল্লিকের বাবা হারুন মল্লিক বলেন, ‘আমার ছেলে গত রাতে চরমোনাই মাহফিলে ছিল। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আগুনে মুরগিসহ খামার পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়