ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

নাটোরে অ্যাম্বুলেন্সে মিললো গাঁজা-ফেনসিডিল 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ৪ মার্চ ২০২৪  
নাটোরে অ্যাম্বুলেন্সে মিললো গাঁজা-ফেনসিডিল 

নাটোরের সিংড়ায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স থেকে ৩৬০ বোতল ফেনসিডিল এবং ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক কারবারিরা সেখান থেকে পালিয়ে যান।

সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় অ্যাম্বুলেন্সসহ মাদক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় দুর্ঘটনায় পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি তল্লাশি করে। এসময় মাইক্রোবাসের ভেতর থেকে ৩৬০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি গাজা উদ্ধার করে তারা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, পুলিশ অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নম্বর ধরে চালক এবং মাদক কারবারিদের ধরার চেষ্টা করছে।

আরিফুল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়