ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কুমিল্লায় বিশ্ব পানি দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২২ মার্চ ২০২৪  
কুমিল্লায় বিশ্ব পানি দিবস পালিত

‘শান্তির জন্য পানি’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে নগরের শাকতলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে প্রথমে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল জোনের প্রধান প্রকৌশল মো. আবু তাহের উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরও অংশ নেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পওর সার্কেল কুমিল্লার খান মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোশারেফ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় পানির গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন, বিশ্বে পানির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অনেক স্থানে পানির সংকট শুরু হয়েছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। দেশের নতুন নতুন জেলা লবনাক্ততার সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়