ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৫ মে ২০২৪   আপডেট: ১৮:৩৮, ৫ মে ২০২৪
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য

ফাইল ফটো

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৮৮ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রোববার (৫ মে) সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া, আচারবনিয়া সীমান্ত দিয়ে অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসেন তারা। তাৎক্ষণিকভাবে তাদের নিরস্ত্রকরণের মাধ্যমে হেফাজতে নেয় কোস্টগার্ড।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

লেফটেন্যান্ট তাহসিন রহমান বলেন, আজ রোববার সকালে টেকনাফের আচারবনিয়া ও দমদমিয়া এলাকা দিয়ে চারটি নৌকায় বিজিপির আরও ৮৮ সদস্য পালিয়ে আসেন। কোস্টগার্ড তাদের নিরস্ত্রকরণের মাধ্যমে হেফাজতে নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

এর আগে, গতকাল শনিবার (৪ মে) টেকনাফের দুটি পয়েন্ট দিয়ে পালিয়ে আসে বিজিপির ৪০ সদস্য। তাদের নিরস্ত্রকরণের পর হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায় বিজিবি।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়