ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভৈরবে ট্রলারডুবি: আরও দুজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৫ মার্চ ২০২৪   আপডেট: ১০:৪৩, ২৫ মার্চ ২০২৪
ভৈরবে ট্রলারডুবি: আরও দুজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামের দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

নৌ পুলিশ কিশোরগঞ্জ জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, সকালে মেঘনা নদীর ভৈরব মাছের আড়ত এলাকা থেকে কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন।

এর আগে, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ২১ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এর মধ্যে, ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন ৯ জন। এর মধ্যে, ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রুমন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়