ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন বাঘ শাবকের নামকরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৫ মার্চ ২০২৪  
চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন বাঘ শাবকের নামকরণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়া দম্পতির ঘরে এক মাস আগে জন্ম নেওয়া তিনটি বাঘ শাবকের নামকরণ করা হয়েছে। তাদের নাম রাখা হয়েছে প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী।

সোমবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের উপস্থিতিতে বাঘ শাবকগুলোকে জনসম্মুখে আনা হয় এবং জেলা প্রশাসক তিন শাবকের নাম ঘোষণা দেন। এ তিন শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়ালো ১৭টিতে।

আরো পড়ুন:

চট্টগ্রাম চিড়িয়াখানায় গত ২৩ ফেব্রুয়ারি জন্ম হয় তিন বাঘ শাবকের। তিন শাবকই মেয়ে।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শুভ বলেন, বাঘ জো বাইডেন জন্মের পরপরই তার মা থেকে পরিত্যক্ত হলে চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় লালন-পালন করা হয়। এক বছর পর বিশেষ প্রক্রিয়ায় খাঁচায় অবস্থিত বাঘ পরিবারের সাথে সোশ্যালাইজেশনের মাধ্যমে সদস্য হিসেবে রি-ইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথমবারের মতো সে নিজের পরিবার তৈরি করলো। মানুষের হাতে লালন-পালন হয়ে পুনরায় বাঘ পরিবারের সাথে একত্রিতকরণের মাধ্যমে বংশবিস্তার করার চক্র একটি বিরল ঘটনা।

প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্ট এর সম্মানার্থে বাঘটির নাম রাখা হয়েছিলো জো বাইডেন।

রেজাউল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়