ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৎ মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৭ মার্চ ২০২৪  
সৎ মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

বান্দরবানে ১৫ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেবুন্নাহার আয়শা মামলার রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

মামলার এজাহারে বলা হয়, আসামি ২০২০ সালের ১৫ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ভয়ভীতি দেখিয়ে নিজের সৎ মেয়েকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরী গর্ভবতী হয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা আসামির বিরুদ্ধে মামলা করেন।

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের আইনজীবী বাসিংথুয়াই মারমা (পিপি) বলেন, কারাগারে থাকা আসামিকে রায় শোনাতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। রায় ঘোষণা শেষে আসামিকে আবারো কারাগারে পাঠানো হয়। 

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়