শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরে এক নারীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার ঠেঙ্গামাড়া এলাকার বিল্লাল হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার (১৮), শরীয়তপুর সদরের পূর্ব কাশাভোগ এলাকার দাদন বেপারীর ছেলে নাফিজ বেপারী (২২), মৃত মোস্তফা খানের ছেলে সাইফুল খান (২২) ও পশ্চিম পরাসর্দ্দি এলাকার খোরশেদ আলমের ছেলে সিফাদ ভূঁইয়া (২০)।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত সোমবার বিকেলে ওই নারী তার ছেলে বন্ধুর সঙ্গে শরীয়তপুর বন বিভাগের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় মারুফ খান তার সহযোগীদের নিয়ে ওই নারী ও তার ছেলে বন্ধুকে বনের ভেতরে নিয়ে যান। পরে ছেলে বন্ধুকে আটকে রেখে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি ও মারধর করা হয়। টাকা না দিলে আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘‘ওই নারী মারুফ খানসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।’’
ঢাকা/আকাশ/রাজীব