ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কক্সবাজারে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৯ মার্চ ২০২৪  
কক্সবাজারে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ নজির আহমদ নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল সোয়া ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজির আহমদ (২৮) ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/১ এর ব্লক মাঝি নূরু জোহারের ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে জানা যায় বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাদক লেনদেনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। ওই এলাকায় অভিযান চালিয়ে নজির আহমদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির আহমদ স্বীকার করেছে; উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড করত সে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

তারেকুর/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়