উপজেলা চেয়ারম্যান হওয়ার আশায় ইউপি থেকে পদত্যাগ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন খালেদ মাসুদ খান লাল্টু
ঢাকার ধামরাইয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান (লাল্টু)। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
খালেদ মাসুদ খান লাল্টু ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমি সানোড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন সম্ভব নয়। আমি এ পদে অব্যাহতি চাই।’
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান লাল্টু। এ জন্য এরইমধ্যে প্রচারণায়ও নেমেছেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমদের অনুসারী হিসেবে পরিচিত এই নেতা। খালেদ মাসুদ খান লাল্টু বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সাব্বির/বকুল