ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

বরিশালের মেঘনা নদী থেকে ১৬ জেলে গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২ এপ্রিল ২০২৪  
বরিশালের মেঘনা নদী থেকে ১৬ জেলে গ্রেপ্তার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে ১৬ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীর অভয়াশ্রমে মাছ ধরায় গতকাল সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২ এপ্রিল) হিজলা নৌ-পুলিশের ইনচার্জ মো. তারিকুল ইসলাম তালুকদার এতথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. গোলাম মোস্তফা (৫২), মনির হোসেন (২৯), আনোয়ার সরদার (৩৫), মনির হোসেন সরদার (৩২), আক্তার হোসেন (৩৯), ছামেদ মিজি (৩৮), রুহুল আমিন (৪৫), জহির সরদার (৫০), আমিরুল সরদার (৪০), মালেক সরদার (৪৫), এবাদুল্লাহ বেপারী (৪৫), মুছা হাওলাদার (৩২), রাসেল বেপারী (৩২), ফয়সাল সরদার (৩০), মানিক দেওয়ান (৫০) ও জাকির দেওয়ান (৩০)। 

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা মেঘনা নদীর অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা না মেনে জানপুর ও খালিশপুর এলাকায় মাছ ধরছিলেন। নৌ-পুলিশের টহল দল অভিযান চালিয়ে ১৬ জেলেকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের হিজলা থানায় সোপর্দ করা হয়।

আরিফুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়