ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:১২, ৩ এপ্রিল ২০২৪
সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত

ফাইল ফটো

সিলেটের ফেঞ্চুগঞ্জে ছুরিকাঘাতে মনাই মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। মনাই মিয়া উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বুরকান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে শ্যালিকাকে বিয়ে দিয়েছিলেন মনাই। দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলা চলছে।

মঙ্গলবার রাতে এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসেছিল। সালিশের একপর্যায়ে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নূর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়