রসুন ক্ষেতে মুরগি ঢোকায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মঠপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত নুরুল হুদার ছেলে। অভিযুক্তের নাম মহিদ।
নিহতের ভাই আনোয়ার হোসেন অভিযোগ করেন, চাচাতো ভাই মহিদের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে রসুনের চারা নষ্ট করছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে রসুন ক্ষেতে আবার মুরগি ঢুকলে মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মহিদ বাড়ি থেকে ধারালো বল্লম এনে হাফিজুলকে আঘাত করে। এতে হাফিজুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন বলেন, ‘‘নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব