ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

শ্রীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৫ এপ্রিল ২০২৪  
শ্রীনগরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরে সামিয়ানা টাঙানো নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলা রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নতুন বাজার এলাকার বাইতুল মামুর জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছে। মসজিদটির তিন জমি দাতার মধ্যে একজন হলেন মোহাম্মদ আলী সিপাহী। বাকি দুই জন হলেন মোহাম্মদ আলী বেপারী ও মাওলানা গনি মুন্সী। মসজিদ নির্মাণের প্রায় ৪০ বছর পর সিপাহীবাড়ীর লোকজন মসজিদটির নাম পরিবর্তন করে রাখে সিপাহীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ। এনিয়ে ওই এলাকার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার জুমার নামাজের পর আগামী ইদুল ফিতরের ঈদগাহ মাঠে সিপাহীবাড়ীর লোকজন ও কালাম শিকদার-মকবুল মুন্সীরা কারা সামিয়ানা টাঙাবেন তা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে সিপাহীবাড়ী গ্রুপের আব্দুল খালেক সিপাহি, আমজাদ সিপাহী, মুনতাজ উদ্দিন সিপাহী, দ্বীন ইালাম, আজিজুল সিপাহী আহত হন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালাম শিকদার গ্রুপের ২ জন আহত হয়েছেন। তাদের নাম জানা জায়নি। 

স্থানীয় রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান মেম্বার জানান, ঈদগাহ মাঠে সামিয়ানা টাঙানো নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মারামারির ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়