ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোলায় দুই লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা

ভোলা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ৬ এপ্রিল ২০২৪  
ভোলায় দুই লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত যাত্রী বহন ও নানা অসংগতির কারণে ঢাকা থেকে ইলিশা রুটে চলাচলকারী দোয়েল ‘পাখি -১’ এবং ‘দোয়েল পাখি- ১০’ নামের দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ এপ্রিল) দুপুরে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘এমভি দোয়েল পাখি-১’ ও ‘এমভি দোয়েল পাখি-১০’ ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করছিল। এছাড়াও লঞ্চ দুটির সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট ইত্যাদি মনিটরিং করা হলে অসংগতি পাওয়া যায়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ‘দোয়েল পাখি-১’ লঞ্চটিকে ২০ হাজার টাকা এবং ‘দোয়েল পাখি-১০’ লঞ্চটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, ঈদের আগে ও পরে সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে। কোনো অসংগতি পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযান চলাকালে ভোলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মলয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়