ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:০৫, ৯ এপ্রিল ২০২৪
পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায়

ফাইল ফটো

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায় হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৫০ টাকা।

এ সময় শুধু মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাওয়া প্রান্তে ৭টি বুথে টোল আদায় করা হয়েছে। ৮ ঘণ্টায় এখান দিয়ে ১৩ হাজার ৮৮৬টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে, মোটরসাইকেল ছিল ৫৮৬১টি। অপরদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৪৮৪৭টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে, মোটরসাইকেল ছিল ৩১৩টি।

সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন বলে জানান আমিরুল হায়দার চৌধুরী।

রতন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়