ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১০ এপ্রিল ২০২৪  
ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ময়মনসিংহ জেলায় এবার প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ধুঁয়ে মুছে পরিষ্কার করা হয়েছে ঈদগাহ মাঠ। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী আবদুল্লাহ আল মামুন। 

ঈদের জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার। 

আরো পড়ুন:

এছাড়া, ঐতিহ্যবাহী বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, আকুয়া মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল সোয়া ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মাঠগুলোতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে তৌহিদুল আনোয়ার বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ জামাতের নামাজ হবে মাঠে অন্যথায় নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে।    

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়