ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূজার সাজে ট্রেন্ডি পাঁচ লুক

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫
পূজার সাজে ট্রেন্ডি পাঁচ লুক

ট্রেডিশনাল লুকে রানি মুখার্জি, ম্যাচিং লুকে শুভশ্রী গাঙ্গুলী, এলিগেন্ট লুকে কাজল

পূজার সাজপোশাকে চিরচেনা পরিপাটি লুকে নিজেকে যেমন সাজাতে পারেন আবার হালের এলিগেন্ট লুকও বেছে নিতে পারেন। বলিউড তারকাদের অনেকে আবার এথনিক সাজপোশাককে প্রাধান্য দেন। বাদ যায় না ম্যাচিং সাজপোশাকও। ট্রেন্ডি পাঁচ রকম লুকের সাজপোশাকের গাইডলাইন জেনে নিন। 

এলিগেন্ট সাজপোশাক
সাজে এলিগেন্ট আমেজ ফুটিয়ে তুলতে চাইলে ফুসিয়া গোলাপি কিংবা যেকোনো উজ্জ্বল রঙের শাড়ি পরতে পারেন। স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরলে আত্মবিশ্বাসী লাগবে। জমকালো সিকুইনের কাজ করা শাড়িতে সহজেই পেতে পারেন এলিগেন্ট লুক। সঙ্গে ন্যুড মেকআপ, চোখভর্তি কাজল, কপালে টিপ, চুলে খোঁপা আর  কানে স্টেটমেন্ট দুল- ব্যাস হয়ে গেলো। 

আরো পড়ুন:

এথনিক সাজপোশাক
মিরর ওয়ার্ক করা কামিজে সহজে উৎসবের লুক পেতে পারেন। এর সঙ্গে চাই গ্লসি ন্যুড মেকআপ, ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপগ্লস আর চোখে মাশকারা। সুন্দর করে এঁকে নিতে পারেন ভ্রু যুগল। এই সাজের সঙ্গে চুল ছেড়ে রাখলেও ভালো লাগবে। কানে শোভা  পেতে পাবে বড় ঝুমকা। আর হাতে পরতে পারেন মুক্তা, পাথর অথবা গোল্ডের চুড়ি। 

ম্যাচিং সাজপোশাক
মেটালিক সেমি শিয়ার শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজে সাজাতে পারেন নিজেকে। মেটালিক সেমি শিয়ার শাড়ির সঙ্গে সাজ অনুসঙ্গ হিসেবে বেছে নিতে পারেন রুবি চোকার নেকলেস। আর হাতে থাকতে পারে শাঁখা, পলা ও চুড়ি। ঠোঁটে শোভা পাক লাল লিপস্টিক, চোখে কাজল আর কপালে পাথরের টিপ। চুল সাজানোর ক্ষেত্রে মাঝে সিঁথি করতে পারেন। লো বান খোঁপাতেই হতে পারে পূজার সাজ। 

জমকালো সাজপোশাক
জমকালো বর্ডার দেওয়া যেকোনো শাড়িতে সহজে পেতে পারেন উৎসবের ভাইব। শাড়ির সঙ্গে বাঙালির চিরচেনা গ্লাস হাতার ব্লাউজ পরতে পারেন। এতে সিগ্ধ একটা লুক তৈরি হয়ে যাবে। চোখ সাজাতে পারেন কাজল দিয়ে আর ঠোঁটে শোভা পেতে পারে গ্লসি লিপস্টিক। গ্লাস হাতার ব্লাউজ পরলে গলায় কোনো গয়নার দরকার হবে না, সেক্ষেত্রে কানে শোভা বাড়াতে পারে বড় ঝোলানো যেকোনো দুল। আর হাতে একগুচ্ছ চুড়ি পরে নিন। চুল সাজাতে পারেন উঁচু করে পনিটেল-স্টাইলে। 

ট্রেডিশনাল লুক
যেকোনো রঙের কাঞ্জিভরম আপনাকে দিতে পারে উৎসবের উপযোগী জমকালো লুক। এর সঙ্গে গোল্ডের গয়না বেশ মানিয়ে যায়। ভ্রু যুগল কাজলে এঁকে নিয়ে কপালে পরতে পারেন একটি ছোট্ট টিপ। হাতের অনামিকায় শোভা পেতে পারে একটি আংটি আর চুল বেণী করে নিতে পারেন। ঠোঁটে গ্লসি লিপস্টিক দিয়ে নিজেকে দিতে পারেন পরিপাটি লুক। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়