ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

সরাইলে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন ২ বিএনপি নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৩৭, ১৫ এপ্রিল ২০২৪
সরাইলে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন ২ বিএনপি নেতা

উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিএনপির দুই নেতা। তারা হলেন- সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর ও সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। তারা ইতোমধ্যে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এতথ্য জানা গেছে।

এই উপজেলায় দুই বিএনপি নেতার পাশাপাশি আরও ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- মো. জামাল, মুখলেছুর রহমান, নাজিম উদ্দিন, শের আলম মিয়া, রাজীব আহমেদ, শাহেদ মিয়া, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, আবু হানিফ ও সেলিম খন্দকার। 

এখানে ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে চার জন মনোনয়পত্র দাখিল করেছেন।

এদিকে, জেলার নাসিরনগরে চেয়ারম্যান পদে মোট ছয় জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- রোমা আক্তার, এ টি এম মনিরুজ্জামান সরকার, ওমরাও খান, প্রদীপ কুমার রায়, প্রমোদ রঞ্জন সূত্রধর ও সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মার্জিদ হোসেন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে ৮ মে। 

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়