ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৯ এপ্রিল ২০২৪  
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

ফাইল ফটো

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মিঠু নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন নগরকান্দার পাড়াদিয়া নামক স্থানে পৌঁছালে রেললাইনে থাকা ওই ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মিঠু সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তামিম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়