ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৪ এপ্রিল ২০২৪  
ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

ফাইল ফটো

নাটোরের লালপুরে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে একটি অটোরিকশা সাবমার্সিবল পাম্প নিয়ে লালপুর যাচ্ছিল। পথে তিলকপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা ধেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়ার কাজ চলছে। এ বিষয়ে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়