ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

প্রথম স্পিকার শাহ্ আব্দুল হামিদের ৫২তম মৃত্যুবার্ষিকী পালন

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২ মে ২০২৪  
প্রথম স্পিকার শাহ্ আব্দুল হামিদের ৫২তম মৃত্যুবার্ষিকী পালন

বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার গাইবান্ধার কৃতি সন্তান শাহ্ আব্দুল হামিদের ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) এ উপলক্ষে বিকেলে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেওয়ান মওদুদ আহমেদ।
মৃত্যুবার্ষিকী পালন উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম মারুফ মনার সঞ্চালনায় স্পিকার শাহ্ আব্দুল হামিদের বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণের ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, তার দৌহিত্র জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, শাহ্ শামীম কবীর মন্টি, সহ-সভাপতি রাগীব হাসান চৌধুরী হাবুল, সাবেক ক্রীড়াবিদ ওয়াজিউর রহমান রাফেল, মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহাজাদা, আওয়ামী লীগ নেতা রনজিত বকশি সূর্য, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অমিতাভ দাশ হিমুন, জেলা যুবলীগের সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, চঞ্চল সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, সাবেক ছাত্রনেতা বাপ্পিদাস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, মাসুদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী শাহ্ আব্দুল হামিদ আমৃত্যু প্রগতিশীল রাজনীতির ধারায় নির্লোভ জীবন কাটিয়েছেন। তার রাজনৈতিক জীবনে কখনো কোনো আপসকামিতার ছাপ পড়েনি। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও তার ভূমিকা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে।

অনুষ্ঠানের শুরুতে তাকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাসুম/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়