সালিশের জন্য ডেকে হত্যা করা হয় বাবুকে: র্যাব
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তারকৃত আসামি খলিল ফকির
সালিশের জন্য মোবাইল ফোনে ডেকে নিয়ে রাজু ইসলাম ওরফে বাবুকে (৩২) হত্যা করা হয়। মামলার প্রধান আসামি খলিল ফকিরকে (৫২) গ্রেপ্তারের পর শনিবার (১১ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
এর আগে, গতকাল শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১৩ ও র্যাব-১৪। গ্রেপ্তার খলিল ফকির গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী গ্রামের মৃত দবির ফকিরের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজু ইসলাম ওরফে বাবু ও তার পরিবারের লোকজনদের সঙ্গে খলিল ফকিরের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খলিল ফকির মোবাইল ফোনে বাবুকে সালিশের কথা বলে ডেকে নেন। তার বলা স্থানে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন খলিল ফকির ও তার লোকজন। বাবুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বাবুকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক বাবুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রংপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে বাবু মারা যান।
এ ঘটনায় নিহত বাবু'র বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। গতকাল শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এলাকায় র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-১৪ টাঙ্গাইল যৌথ অভিযান চালিয়ে মামলার এজাহারনামী ১ নম্বর আসামি খলিল ফকিরকে গ্রেপ্তার করে। আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মাসুম/মাসুদ