ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের গাড়ি ভাঙচুর, আটক ২

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২২ মে ২০২৪   আপডেট: ১৩:১৫, ২২ মে ২০২৪
ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের গাড়ি ভাঙচুর, আটক ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় তারা প্রশাসনের তিনটি সরকারি গাড়ি ভাঙচুর করে।

তাদের আক্রমণে নির্বাচনের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন।

আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় (৩২) ও দীনবন্ধু রায় (৩৩) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, ফল ঘোষণায় দেরি হওয়ায় বিক্ষুব্ধ জনতা প্রশাসনের লোকজনের উপর হামলা চালিয়েছে। তারা তিনটি সরকারি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নাঈম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়