চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা আবারও ৪০.০ ডিগ্রি সেলসিয়াসে
চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার (২৪ মে) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.০ ডিগ্রি সেলসিয়াস।
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম বাড়ায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, টানা ১৯ দিন (৬ মে-২৩ মে) চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৪ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছিল।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জেষ্ঠ্য পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, গত ৬ মে থেকে ২৩ মে পর্যন্ত ৩৪ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠা-নামা করছিল। আজ শুক্রবার (২৪ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ।
চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে বেশিরভাগ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে এই জেলায়। গত ৩০ এপ্রিল চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
মামুন/ফয়সাল