ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২৪ মে ২০২৪   আপডেট: ২০:৪০, ২৪ মে ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার পৃথকস্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে নাচোলে নানা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মারা যায় লামিয়া নামে ৪ বছরের এক শিশু। বিকেলে সদর উপজেলায় মারা যায় ২৭ মাস বয়সী আ. রহমান জুনায়েদ নামে আরেক শিশু। 

লামিয়া নাচোল উপজেলার কাজলা গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। জুনায়েদ সদর উপজেলার উপররাজারামপুর কুমারপাড়া গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।  

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, দুই শিশুই নানা বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে মারা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়