চট্টগ্রামে আত্মসমর্পণ করতে যাচ্ছেন অর্ধশত জলদস্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:০০, ৩০ মে ২০২৪
আপডেট: ১১:০৩, ৩০ মে ২০২৪

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের অর্ধশত জলদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রামে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২ টায় চট্টগ্রামে র্যাব হেডকোয়ার্টারে র্যাব-৭ চট্টগ্রামের তত্ত্বাবধানে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে অস্ত্র জমা দিয়ে এসব জলদস্যুরা আত্মসমর্পণ করবেন।
আত্মসমর্পণ করার উদ্দেশ্যে জলদস্যু ও তাদের পরিবারের সদস্যরা ইতোমধ্যে র্যাব হেডকোয়ার্টারে এলিট হলে সমবেত হয়েছে।
রেজাউল/টিপু