ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন আর নেই

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৩০ মে ২০২৪   আপডেট: ১৭:০৩, ৩০ মে ২০২৪
ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন আর নেই

মনজুর হোসেন বুলবুল। ফাইল ফটো

ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।

সাবেক সংসদ সদস্য মনজুর হোসেনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মনজুর হোসেন বুলবুল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মৃত্যুকালে মনজুর হোসেন বুলবুল স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তামিম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়