ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বখাটের উৎপাতে ৩ মাস ধরে স্কুলে যাওয়া বন্ধ কিশোরীর

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৩ জুন ২০২৪   আপডেট: ১৩:১৮, ৩ জুন ২০২৪
বখাটের উৎপাতে ৩ মাস ধরে স্কুলে যাওয়া বন্ধ কিশোরীর

আশিক শিকদার। ফাইল ফটো

মাদারীপুরের ডাসারে বখাটের উৎপাতে প্রায় তিন মাস ধরে এক কিশোরী স্কুলে যেতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এতে নবম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি বলে অভিযোগ ভুক্তভোগীর মায়ের।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের উত্তর ডাসার গ্রামের সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর চলার পথে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছেন একই এলাকার আব্দুল শিকদারের ছেলে আশিক শিকদার (২২)।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, দীর্ঘদিন ধরে আশিক আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গত ২৭ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে পথরোধ করে কু-প্রস্তাব দেয় আশিক। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় পেছন থেকে ওড়না টেনে ধরে ও আমার স্কুল ব্যাগ ছিঁড়ে ফেলে। এরপর প্রায় ৩ মাস স্কুলে যাওয়া বন্ধ রাখি। গত রোববার স্কুলে যাওয়ার পথে আবার উত্যক্ত করে।

ভুক্তভোগীর মা বলেন, মেয়েকে উত্যক্ত করার বিষয়টি স্থানীয়দের জানিয়ে কোনো সুরাহা পাইনি। পরে একাধিকবার থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। প্রায় ৩ মাস ধরে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ। এখন কোথায় গেলে বিচার পাব? 

সৈয়দ নুরুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বখাটের উৎপাতে এক ছাত্রী স্কুলে আসছে না বলে শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।

অভিযোগের বিষয়ে জানতে আশিকের মা-বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেলাল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়