ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ৫ জুন ২০২৪   আপডেট: ০৯:৪২, ৫ জুন ২০২৪
দিনাজপুরে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ রায়হান (৮) ও আফি (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ রায়হান শহরের রামনগর বাঙ্গিবেচাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে ও আফি একই এলাকার আকবর আলীর মেয়ে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় রায়হান-আফি। সে সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল জুলফিকার আলী স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোসলেম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়