ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাঁদে ফেলে টাকা আদায়, ৪ নারীসহ ১২ জন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৬ জুন ২০২৪  
ফাঁদে ফেলে টাকা আদায়, ৪ নারীসহ ১২ জন গ্রেপ্তার

গ্রেপ্তার আট ভুয়া সাংবাদিক

রাজশাহীতে ফাঁদে ফেলে টাকা আদায় করত একটি চক্র। পুলিশ এ চক্রের চার নারী ও আট ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষ থেকে এ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আট ভুয়া সাংবাদিক হলেন, নগরীর মোল্লাপাড়া গ্রামের মো. কাউসার (২৩), ছোটবন গ্রামের মানিক সাধন (৩০), হড়গ্রাম পূর্বপাড়ার মো. রহমত (২২), একই এলাকার কাউসার আলী (২৩), হেতেমখাঁ এলাকার মোহাম্মদ রতন (২০), ফুদকিপাড়া এলাকার মো. শাকিল (২৪), হড়গ্রাম শেখপাড়ার মো. সালাউদ্দিন (৩৬) ও লক্ষ্মীপুর ভাটাপাড়ার আশিক হাসান (২৩)।

আরো পড়ুন:

তাদের মধ্যে পাঁচজন দৈনিক দেশ নামে পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছেন। একজন দৈনিক নববাণী ও দুজন ডিডিপি টিভির সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেপ্তার চার নারী হলেন, মোসা. সুমি (২৬), মোসা. শম্পা (২০), প্রিয়াঙ্কা খাতুন (২১) ও পপি (৩৪)।

পুলিশ জানায়, এই চার নারী শাহমখদুম থানা এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন একটি বাড়ি ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করতেন। এই চক্রের সদস্য ওই আট ভুয়া সাংবাদিক। ওই নারীরা কৌশলে লোকজন বাসায় নিয়ে তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেন। তারপর ওই ভুয়া সাংবাদিকেরা হঠাৎ হাজির হয়ে পত্রিকায় ছবি ছাপিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতেন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় এমন একটি ঘটনার সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে যান। এরপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ ওই চার ভুক্তভোগীকে উদ্ধার করে। পাশাপাশি আট ভুয়া সাংবাদিক ও চার নারীকে আটক করে থানায় নেয়। 

শাহমখদুম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়