ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৬ জুন ২০২৪  
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় হামলার শিকার হয়ে আহত মো. ফারুক ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, এরআগে গত শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ফারুক ভূঁইয়া (৩০) উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত নুরু ভূঁইয়ার পুত্র।

আরো পড়ুন:

নিহতের স্ত্রী রিজিয়া বেগম জানান, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার পূর্ব পাশে তার স্বামী ফারুক ভূঁইয়ার চায়ের দোকান চালাতেন। গত শুক্রবার (৩১ মে) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় স্থানীয় শাওন হাওলাদার, শাহিন ও সুমন তার স্বামীর কাছে বাকিতে সিগারেট নিতে চায়। এসময় তার স্বামী তাদের কাছে আগের পাওনা ১৪শ’ টাকা চায় এবং বাকিতে সিগারেট দিতে পারবে না বলে।

এতে ক্ষিপ্ত হয়ে শাওন হাওলাদার, শাহিন ও সুমন তার স্বামীর উপর লোহার রড় দিয়ে হামলা চালায়। এতে তার স্বামী ফারুক ভূঁইয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তার স্বামীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে পাঠান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকান মালিকের উপরে এ হামলা করা হয়েছে। ৩১ মে রাতে এ হামলার ঘটনা ঘটে। পরে ৪ জুন ফারুক ভূঁইয়ার স্ত্রী রিজিয়া বেগম তিন জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাওহিদুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়