ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে খালে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১২ জুন ২০২৪   আপডেট: ১৩:৪৪, ১২ জুন ২০২৪
চট্টগ্রামে খালে নিখোঁজ ২ শিশুর একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চাক্তাই খালে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১২ জুন) সকালে রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখে পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে চাক্তাই খালে গোসলে নেমে নিখোঁজ হয় দুই শিশু। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল রাত ৯টা পর্যন্ত সন্ধান করেও কারও সন্ধান পায়নি।

বুধবার সকালে রাজাখালী খালে ১৪ নম্বর গলির মুখে এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিশুটির লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: চাক্তাই খালে জোয়ারে ভেসে ২ শিশু নিখোঁজ

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়