ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোর সেনানিবাসে বিদায়ী সেনাপ্রধানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১৩ জুন ২০২৪   আপডেট: ১৭:৫৪, ১৩ জুন ২০২৪
যশোর সেনানিবাসে বিদায়ী সেনাপ্রধানের বিদায় সংবর্ধনা

যশোরে বিদায়ী সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের বিদায় সংবর্ধনা

যশোর সেনানিবাসে বিদায়ী সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তার সম্মানে বিদায়ী কুচকাওয়াজ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) হোম অব সিগন্যাল কোরের পক্ষ থেকে দশম কর্নেল কমান্ড বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাহবুবুর রশীদ, আনসার ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

এরপর বিকেলে ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গাড়িতে দড়ি টেনে সেনাবাহিনীর রেওয়াজ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বিদায়ী সফরের অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ দুপুর ১টায় যশোর সেনানিবাসে পৌঁছান। সেনানিবাস পরিদর্শনের সময় অফিসার ও সৈনিকদের সঙ্গে মতবিনিময়, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তিনি বিকেল সাড়ে ৪টায় খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টের উদ্দেশে যশোর ত্যাগ করেন।

রিটন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়