উড়াল সেতুর ডিভাইডারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বন্ধু আহত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
সোমবার (১৭ জুন) ভোর রাতে টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও রাকিব। তাৎক্ষণিক রাকিবের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, ভোর রাতে তিন বন্ধু মোটরসাইকেলযোগে টঙ্গীর দিকে আসছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে এলে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।
রেজাউল/কেআই