ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২৬ জুন ২০২৪  
ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী শাহিনুজ্জামান শাহীন হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুন) বিকেলে জেলা দায়রা জজ এস এম সাইফুল ইসলাম রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোমিন উল্লাহ’র ছেলে জসিম উদ্দিন বাবু ও সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাবুল।

আরো পড়ুন:

রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০২১ সালের ৬ জুন সকালে বালিয়াডাঙ্গা বাজার এলাকার একটি কলা খেত থেকে লেদ ওয়ার্কশপের মালিক শাহিনুজ্জামান শাহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা চাঁদ আলী বাদী হয়ে একই দিন কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ একই বছরের ৩১ আগস্ট ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

তিনি আরও জানান, বিচার প্রক্রিয়া শেষে আসামি জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়