ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা নগরীতে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৯ জুন ২০২৪  
কুমিল্লা নগরীতে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন 

নগরীর কান্দিরপাড় মোড়ে পুলিশ বক্সের উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা

কুমিল্লায় ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। 

এ সময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ সুপার আব্দুল মান্নানের পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলোখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ঈদগাহ মোড়, চকবাজার, টমছমব্রীজ, পদুয়ারবাজার এলাকায় ৭টি ট্রাফিক পুলিশ স্থাপন করা হয়। 

ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করা, ট্রাফিক সেবার মান বৃদ্ধি করা এবং ট্রাফিক পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যকার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ।

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়