ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরাপত্তা শঙ্কায় এমপি ব্যারিস্টার সুমনের থানায় জিডি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৩০ জুন ২০২৪   আপডেট: ০৯:৪৭, ৩০ জুন ২০২৪
নিরাপত্তা শঙ্কায় এমপি ব্যারিস্টার সুমনের থানায় জিডি

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নিজ নিরাপত্তা নিয়ে শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অজ্ঞাতনামা ৪-৫ জনের একটি গ্রুপ তাকে হত্যার জন্য মাঠে নেমেছে, নিজ নির্বাচনী এলাকার থানার ওসি থেকে বার্তা পেয়ে তিনি এই জিডিটি করেন।

শনিবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলানগর থানায় করা জিডিতে হবিগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেন, ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়ে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন।  ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪/৫ জনের একটি টিম মাঠে নামিয়েছে।  আপনি রাতে বাহিরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যাক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন।  বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে তিনি ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডির আবেদন করেন।

জিডিটির তদন্তভার পাওয়া শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুজ্জামান শরীফ বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে, জিডির একটি কপি আমিও হাতে পেয়েছি।  বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়