ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৩ জুলাই ২০২৪  
গাইবান্ধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

গাইবান্ধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। 

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, মোর্শেদ হাবীব সোহেল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, বিএনপি নেতা ডা. আ খ ম আসাদুজ্জামান সাজু প্রমুখ।

আরো পড়ুন:

সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। এর আগে জেলার সাত উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেয়। এতে শহরের সার্কুলার রোডের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্নীতি মামলায় কারাদণ্ডের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে নিজের বাসায় অবস্থান করছেন। তিনি বিভিন্ন জটিল রোগে গুরুতর অসুস্থ। তিনি দেশের ভেতরে চিকিৎসা নিচ্ছেন।

বক্তারা বলেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়। যে কোনো সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন। অথচ আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এ সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছে না। 

তারা বলেন, দেশ আজ অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে। যদি এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে জনগণের কথা চিন্তা করত। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হাহাকার করছে। 

তারা বলেন, এ দেশে ভোট বলতে কিছু নেই। আগামী প্রজন্ম ভোট কী জিনিস তা বুঝবে না। জনগণ বেঁচে থাকার জন্য ভয়ে মুখ খুলতে সাহস পায় না। 

বক্তারা খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। 
 

মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়