ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

গ্যাস সংকটে চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৬ জুলাই ২০২৪  
গ্যাস সংকটে চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত 

চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র

চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহে চাপ কম থাকার কারণে বিদ্যুৎ কেন্দ্রের ১০০ মেগাওয়াটের ইউনিটে ২০-৩০ মেগাওয়াট উৎপান কমে গেছে। তাছাড়া স্ট্রিম টারবাইন বিকল থাকায় আলাদা আরেকটি ইউনিটে বন্ধ রয়েছে আরও ৫০ মেগাওয়াট উৎপাদন। 

গ্যাস সংকট দূর এবং বিকল ইউনিট চালু করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী নূরুল আবছার। তিনি জানান, প্রথমে গ্যাস বুস্টারে ত্রুটি ধরা পড়ে। তা মেরামতে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে কাজ করতে করতে দীর্ঘ সময় পেরিয়ে যায়। তারপর ১০০ মেগাওয়াট ইউনিট চালু হলে নতুন করে আবারও বেয়ারিং এ ত্রুটি দেখা দেয়। তাও সারিয়ে গত ৩ সপ্তাহ পুরোদমে এ ইউনিট চালু করা হয়। তবে এখন নতুন সমস্যা হচ্ছে, চাহিদামত গ্যাস সরবরাহ হচ্ছে না। এখানে প্রতি ২৪ ঘণ্টায় ২৮ এমএমসিএফ গ্যাস সরবরাহ করার কথা থাকলেও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরবরাহ করছে ২০-২২ এমএমসিএফ গ্যাস। এতে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। 

তিনি আরও জানান, স্ট্রিম টারবাইন ইউনিটও বন্ধ রয়েছে। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আগামী ২ সপ্তাহ পর মেরামতের জন্য কাজ শুরু করার কথা রয়েছে।  সব কিছু ঠিকঠাক হলে এ ইউনিট থেকে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎও জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে কম খরচে প্রাকৃতিক গ্যাসনির্ভর এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। সরকারের নিজস্ব অর্থায়নে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়।

অমরেশ/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়