ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজদীখানে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১০ জুলাই ২০২৪  
সিরাজদীখানে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু ও কালাইচান মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড গুলি ছোঁড়ে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রতন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়