ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১০ জুলাই ২০২৪  
পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন সড়কে অবরোধ কার্যক্রম শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে, বেলা সাড়ে ১১টায় পবিপ্রবি ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় গিয়ে শেষ হয়। এরপর অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে, শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও কুয়াকাটায় আগত পর্যটকরা।

বরিশাল থেকে আসা পর্যটক সোয়াইব মিয়া বলেন, সেতুর টোলপ্লাজায় প্রায় আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কুয়াকাটা যাব। কিন্তু, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। তাই যেতে পারছি না। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার ফেরদৌস বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ইমরান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়