মেঘনা টোল প্লাজা এলাকায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ ৫
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় গাড়িটিতে থাকা পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে ঘটনাটি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনের সড়ক বিভাজকে ধাক্কা দেয়। মুহূর্তেই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। চিৎকার শুনে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে গাড়ির ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের ঢাকার শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
অনিক/মাসুদ