চট্টগ্রামে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৩৫, ১৪ জুলাই ২০২৪
আপডেট: ১১:৪৬, ১৪ জুলাই ২০২৪
চট্টগ্রামের আনোয়ারায় মো. জালাল (৩৭) নামে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে মনু মিয়ার দিঘী নামক স্থানে তাকে হত্যা করা হয়।
আনোয়ারা থানার উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে মাছ ব্যবসায়ী জালালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেজাউল করিম/ইভা