ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৫ জুলাই ২০২৪  
সিলেট সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হন্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

আরো পড়ুন:

নিহতরা হলেন— উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)। রোববার বিকেলে সীমান্ত এলাকায় দু’জনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, রোববারও কয়েকজন মিলে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এরপর দু’জন গুলিতে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়