ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় র‍্যাব অভিযানে ডাকাত সরদার গ্রেপ্তার  

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৬ জুলাই ২০২৪  
সাতক্ষীরায় র‍্যাব অভিযানে ডাকাত সরদার গ্রেপ্তার  

সাতক্ষীরার তালা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সরদার ও একাধিক মামলার ফেরারি আসামি মো. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে খুলনা র‍্যাব-৬। 

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টায় র‍্যাব-৬ সাতক্ষীরা কার্যালয়ে ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ এর কমান্ডিং অফিসার এএসপি ফয়সাল তানভীর এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান।

রিয়াজুল ইসলাম তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৃত বাছতুল্লাহ মোড়লের ছেলে।

সংবাদ সম্মেলনে এএসপি ফয়সাল তানভীর বলেন, র‍্যাবের একটি বিশেষ দল শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আজ ভোর রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সূরখালী এলাকা থেকে ডাকাত সরদার রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল তানভীর জানান, এক যুগেরও বেশি সময় ধরে তালা উপজেলাসহ আশপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল রিয়াজুল। তার নামে চুরি, ডাকাতি, কালোবাজারিসহ মোট ৭টি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনমনে আতংকের সৃষ্টি হয়। র‍্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পিছনে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে তালা থানার মাধ্যমে আদালতে হস্তান্তর করা হবে।

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়